যে বিক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক যৌগ বা মৌল পরস্পর যুক্ত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

প্রশমন বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয়?

এসিড ও ক্ষারক পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করলে তাকে প্রশমন বিক্রিয়া বলে। সাধারণত প্রশমন বিক্রিয়ায় এসিডের H+ ও ক্ষারকের OH পরস্পর যুক্ত হয়ে H₂O গঠন করে। অন্যান্য ধাতব ও অধাতব আয়নসমূহ দ্রবণে আয়ন হিসেবেই বিদ্যমান থাকে। অর্থাৎ তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাই প্রশমন বিক্রিয়া রিডক্স বিক্রিয়া নয়।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.