এনানসিওমার কাকে বলে?

যে আলোক সমানুদ্বয় এক সমতলীয় আলোর তলকে একই মাত্রায় ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তন করে ফলে তাদের সমমোলার মিশ্রণের কোনো আলোক সক্রিয়তা থাকে না, অর্থাৎ আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে।

এনানসিওমারদ্বয়ের ভৌত ও রাসায়নিক ধর্ম একই হয়। উদাহরণ : d-ল্যাকটিক এসিড ও l-ল্যাকটিক এসিড পরস্পরের এনানসিওমার কারণ এদের আবর্তন মাত্রা যথাক্রমে +২.২৪° এবং -২.২৪°। এদের মিশ্রণের আবর্তন মাত্রা শূন্য।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “এনানসিওমার কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts