দুই বা ততোধিক গ্যাস যদি পরস্পরের সাথে বিক্রিয়া না করে, তাহলে তারা পরস্পরের সাথে যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে একটি সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে।
এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান পৃথক পৃথকভাবে সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করবে তাকে ঐ উপাদান গ্যাসের আংশিক চাপ বলে।
১৮০৭ সালে বিজ্ঞানী জন ডাল্টন স্থির তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপের সাথে মিশ্রণের উপাদানসমূহের আংশিক চাপের যোগফলের সম্পর্ক স্থাপন করেন যা ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে পরিচিত।
সূত্রটি হলো–
“কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ঐ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান”।
ব্যাখ্যা : মনে করি, V আয়তনের কোনো পাত্রে পরস্পর বিক্রিয়াহীন কয়েকটি গ্যাস মিশ্রিত করা হল।
ধরি, P = মিশ্রণের মোট চাপ এবং P1, P2, P3, ……. উপাদানসমূহের আংশিক চাপ।
সুতরাং ডাল্টনের সূত্রানুসারে, P = P
1 + P
2 + P
3 +………..