কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। এতে কার্বন ও হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। হাইড্রোকার্বনসমূহকে সাধারণভাবে CxHy হিসেবে লেখা হয়। যেমন; মিথেন (CH4), ইথেন (C
2H
6), ইথিন (C2H4), সাইক্লোহেক্সেন (C6H12), বেনজিন (C6H6)।
হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ
হাইড্রোকার্বনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা :
(১) অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও
(২) অ্যারোমেটিক হাইড্রোকার্বন।