সফটওয়্যার ইনস্টলেশন ও আনইন্সটলেশন (সাধারণ জ্ঞান)
➤ জরুরি কিছু কাজের কথা লেখা থাকে – read me ফাইলে।
➤ বেশিরভাগ সফটওয়্যারগুলোর সাথে যুক্ত থাকে – Auto run প্রোগ্রাম।
➤ সফটওয়্যার আনইন্সটল খুব সহজ – স্মার্টফোন থেকে।
➤ অপ্রয়োজনীয় সফটওয়্যার হার্ডডিক্সের জায়গা – নষ্ট করে।
➤ আনইন্সটল করার পর সাধারণত কম্পিউটার – রিস্টার্ট করতে হয়।
➤ ডিলিট অর্থ – মুছে ফেলা।
➤ আনইন্সটল করলে সফটওয়্যারটির কিছু অংশ থেকে যায় অপারেটিং সিস্টেমের – রেজিস্ট্রি ফাইলে।
➤ Registry Editor-এ ঢুকতে হলে Run Command-এ লিখতে হয় – regedit।