অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য ও উদাহরণ।
অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য (Characteristics of irreversible process)
অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ (Example of irreversible process)
উদাহরণ-১ : দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হয় তা একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ হয় তাই তাপে রূপান্তরিত হয় এবং এ উৎপাদিত তাপকে কোনো প্রকারেই কাজে রূপান্তরিত করা যায় না।
উদাহরণ-২ : তাপমাত্রার পার্থক্য আছে এমন দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখলে তাপ সবসময়ই অধিক তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে। কিন্তু কখনোই কম তাপমাত্রার বস্তু হতে অধিক তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে না। সুতরাং এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।
উদাহরণ-৩ : বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তাপের সৃষ্টি হয়। এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।