কম্পিউটার মেমোরি কি? বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস সম্পর্কে লেখ।

কম্পিউটার মেমোরি হচ্ছে স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত সংরক্ষণকারী যন্ত্রাংশ। এটি মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে তৈরি করা হয়ে থাকে। এর মাধ্যমে তথ্য উপাত্ত (যেমন- ছবি, অডিও, ভিডিও, ফাইল ইত্যাদি) সংরক্ষণ করা যায়। কম্পিউটার মেমোরি মানুষের একটি মস্তিষ্কের মতো।

বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস সম্পর্কে লেখ।
কম্পিউটার তার কার্যপদ্ধতি শেষ করে তার ফলাফল প্রদর্শনের জন্য যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে থাকে তাদেরকে আউটপুট ডিভাইস বলে। বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মনিটর। মনিটর দেখতে অনেকটা টেলিভিশনের মতো যা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এ মনিটরের সাহায্যে প্রক্রিয়াকরণের ফলাফল দেখা যায়, মনিটরে ফলাফল দেখে ডকুমেন্টের সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, সাজানো ইত্যাদি সম্পাদনামূলক কাজ সম্পন্ন করে কাজটি চূড়ান্ত করা যায়। আর এ চূড়ান্ত কাজটি যে যন্ত্রের সাহায্যে প্রিন্ট বা মুদ্রণ করা হয় তাকে বলে প্রিন্টার।
প্রিন্টার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। আজকাল সকল বিজ্ঞাপন, বড় ধরনের পোস্টার ব্যানার ইত্যাদি বিশেষ প্রিন্টারের সাহায্যে ছাপানো হয়ে থাকে। মাল্টিমিডিয়া প্রজেক্টর বা এলসিডি প্যানেল হচ্ছে আর এক ধরনের আউটপুট ডিভাইস যা ব্যবহার করে শব্দসহ চলমান চিত্র, ছবিসহ শব্দ ইত্যাদি আউটপুট নেওয়া যায়। এছাড়া স্পিকার নামক আউটপুট ডিভাইস ব্যবহার করে বক্তৃতা, আলোচনা, আবৃত্তি, নাটক, গান ইত্যাদি আউটপুট নেওয়া যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *