পেন ড্রাইভ (Pendrive) কি? পেন ড্রাইভ এর সুবিধা

পেনড্রাইভ হচ্ছে একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত অডিও, ভিডিও, সফটওয়্যার এবং ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান-প্রদান করা যায়। এটি ফ্লাশ ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ নামে পরিচিত।

পেন ড্রাইভের সুবিধা

  • এগুলো সহজে বহনযােগ্য। যেকোনো স্থানেই বয়ে নেওয়া যায়।
  • ইউএসবি ইন্টারফেস থাকার ফলে প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়।
  • অতি দ্রুত ডাটা কপি বা রিড করা যায়।
  • দেখতে ছােট হলেও এগুলাের ধারণক্ষমতা অনেক বেশি। সর্বোচ্চ ২৫৬ গিগাবাইটের পেন ড্রাইভও বাজারে পাওয়া যায়।
  • ফুল স্পিডে এই ডিস্কগুলাে ১২ মেগাবিটস পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে।
  • আলাদা কোনাে পাওয়ার সাপ্লাইয়েরও প্রয়ােজন হয় না।
  • ডিউরেবল স্টোরেজ হিসেবেও এটি প্রায় ১০ বছর পর্যন্ত ডাটা ধরে রাখতে পারে।
  • উইন্ডােজ, ম্যাক ওএসএক্স কিংবা লিনাক্স সকল প্লাটফর্মেই এটি ব্যবহার করা যায়।

পেন ড্রাইভ ব্যবহারে করণীয়

  • পেন ড্রাইভে ডেটা ব্যাকআপ নেয়ার পর এটির ক্যাপ লাগিয়ে সংরক্ষিত স্থানে রাখা উচিত।
  • কম্পিউটারের ইউএসবি পাের্টে লাগানাের সময় সতর্কতার সাথে লাগাতে হবে। জোড়ে চাপ দিয়ে লাগালে পেন ড্রাইভের মাথাটি বাঁকা হয়ে যেতে পারে অথবা ভেঙ্গে যেতে পারে।
  • তরল কোন পদার্থ যাতে পেন ড্রাইভে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • ভারী কোন জিনিসের নিচে পেন ড্রাইভ রাখা উচিত নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *