গোসল আরবি শব্দ। এর অর্থ ধৌত করা। শরীরের ময়লা দূর করা ও স্বাস্থ্য রক্ষার জন্য সকল মানুষের গোসল করা কর্তব্য। ইসলামী শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে।
গোসলের প্রকারভেদ
গোসল ৪ প্রকার। এগুলো হলো –
- ফরজ গোসল
- ওয়াজিব গোসল
- সুন্নত গোসল
- মুস্তাহাব গোসল
গোসলের ফরজ
গোসলের ফরজ ৩ টি। যথাঃ-
- গড়গড়া করে কুলি করা (রোজাদার হলে গড়গড়া করা যাবে না)
- নাকের মধ্যে পানি দিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো।
- সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা।
গোসলের সুন্নত
গোসলের সুন্নত ৬ টি। এগুলো হলো –
- উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধোয়া
- শরীরের নাপাকি প্রথমে ধুয়ে ফেলা
- গুপ্তস্থান ধৌত করে নাপাকি পরিষ্কার করা
- গোসলের আগে অজু করা
- মাথা ও শরীর তিনবার ধৌত করা
- গোসলের স্থান হতে অন্য জায়গায় যেয়ে পা ধৌত করা।
গোসলের মুস্তাহাব
গোসলের ভেতরে মুস্তাহাব কাজ ৭ টি। যথাঃ-
- মনে মনে নিয়ত করা
- উভয় হাত ধৌত করার সময় বিসমিল্লাহ বলা
- সমস্ত শরীর ভালোভাবে মাজিয়া-ঘষিয়া পরিষ্কার করা
- নির্জন স্থানে গোসল করা
- গোসল করার সময় অযথা কথা না বলা
- প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা
- গোসলের পর গামছা বা তোয়ালে দ্বারা সারা শরীর মুছে ফেলা।