গোসল বলতে কি বুঝায়? গোসলের প্রকারভেদ, ফরজ, সুন্নত এবং মুস্তাহাব।
- ফরজ গোসল
- ওয়াজিব গোসল
- সুন্নত গোসল
- মুস্তাহাব গোসল
- গড়গড়া করে কুলি করা (রোজাদার হলে গড়গড়া করা যাবে না)
- নাকের মধ্যে পানি দিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো।
- সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা।
- উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধোয়া
- শরীরের নাপাকি প্রথমে ধুয়ে ফেলা
- গুপ্তস্থান ধৌত করে নাপাকি পরিষ্কার করা
- গোসলের আগে অজু করা
- মাথা ও শরীর তিনবার ধৌত করা
- গোসলের স্থান হতে অন্য জায়গায় যেয়ে পা ধৌত করা।
- মনে মনে নিয়ত করা
- উভয় হাত ধৌত করার সময় বিসমিল্লাহ বলা
- সমস্ত শরীর ভালোভাবে মাজিয়া-ঘষিয়া পরিষ্কার করা
- নির্জন স্থানে গোসল করা
- গোসল করার সময় অযথা কথা না বলা
- প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা
- গোসলের পর গামছা বা তোয়ালে দ্বারা সারা শরীর মুছে ফেলা।