উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়

উপযোগ হল সেই ক্ষমতা যা মানুষের অভাব মিটাতে সক্ষম। অর্থাৎ, অভাব মিটানোর ক্ষমতাকে উপযোগ বলা যায়।

মানুষের প্রয়োজন মিটাতে পারে এমন সর্বপ্রকার দ্রব্যেরই উপযোগিতা রয়েছে। যেমন- খাদ্যদ্রব্য, জামা-কাপড়, আসবাবপত্র ইত্যাদির উপযোগিতা আছে বলেই এগুলো আমাদের প্রয়োজন মিটাতে পারে।

কাজেই কোন দ্রব্যের মধ্যে মানুষের প্রয়োজন মিটানোর যে ক্ষমতা থাকে, তাকে উপযোগিতা বা উপযোগ বলে ।

নিম্নে উপযোগের একটি প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলঃ

অধ্যাপক মেয়ার্সের মতে, “উপযোগ হল কোন দ্রব্যের সেইগুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।” সুতরাং, এসব আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে, উপযোগ হল কোন ক্ষমতা যা মানুষের অভাব বা প্রয়োজন মিটাতে সক্ষম ।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts