মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায়

Petition of Right : ১৬২৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে মানবাধিকার সম্পর্কিত ‘Petition of Right’ আইন পাস হয়।

English Bill of Right : ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে মানবাধিকার সম্পর্কিত English Bill of Right’ আইন পাস হয়। এটি Bill of Right নামেও পরিচিত।

মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে মানবাধিকারের জন্ম হয়েছে। মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার।

মানুষ একজন ব্যক্তি হিসেবে তার ব্যক্তিত্বের বিকাশের জন্য যে সকল সুযোগ-সুবিধা প্রয়োজন তা লাভ করবে এবং কেউ

তাতে বাধা দিতে পারবে না- এই বোধ থেকে মানবাধিকারের উৎপত্তি হয়েছে।

ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই মানবাধিকার।

ব্যক্তির ভাল থাকা, খাওয়া-পরা, অন্যের জুলুম থেকে নিরাপদ থাকা, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ না করা এবং ব্যক্তির স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধিকে সম্মান করার অর্থ মানবাধিকার।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায়” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

 

Similar Posts