আজকে, ওয়ার্ডপ্রেস নিয়ে শুরুর দিকে সবচেয়ে বেশি আমরা যে সমস্যাটার মধ্যে পড়ি সেটা নিয়ে কথা বলব। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করি সুতরাং আমাদের হোস্টিং এর কন্ট্রোল প্যানেল আমাদের কাছে থাকে। আমাদেরকে যে হোস্টিং টা দেয়া হয়েছে সেখানে কিছু বিষয় রেস্ট্রিকটেড থাকে যে কারণে অনেক সময় বিভিন্ন কাজ করতে গেলে বিশেষ করে প্রিমিয়াম থিম আপলোড বা ডেমো ইমপোর্ট, এলিমেন্টর প্লাগিন ব্যবহার, এই সব ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যার জন্য একটা হ্যাসেল পোহাতে হয়।
অনেক সময় ডেমো ইমপোর্ট করতে যাই তারপর দেখা গেলো একটা এরর। আর যদি লোকাল সার্ভারে হয় তাহলে আসলে বিরক্তির শেষ নেই। লোকাল সার্ভার (xampp, wamp) হলো লোকাল ম্যাশিন বা কম্পিউটারে যে সার্ভার প্র্যাকটিস পারপাসে ব্যবহার হয় সেটা।
প্রায় ৯০% সমস্যা এই কারণেই হয়ে থকে শুরুর দিকে।
তাই শুরুর দিকেই আমরা কিছু বিষয় লক্ষ রাখব। এইটা মূলত একটু এডভান্স টেকনিক তাই একটু সর্তকতার সাথে কাজগুলো করতে হবে।
[ বিঃদ্রঃ অনেক সময় সার্ভার রিকোয়ারমেন্ট পরিবর্তনের ক্ষেত্রে হোস্টিং প্রভাইডারের সাপোর্ট প্রয়োজন হতে পারে। ]
আমরা কি দেখব আমাদের সি প্যানেল থেকে? নিন্মোক্ত কনফিগারেশন কি ঠিক আছে কি না । সি প্যানেলে লগিন করে Select PHP Version → Swith to php options এবং আপডেটেড সি প্যানেলের ক্ষেত্রে Multi PHP INI Editor তে ক্লিক করতে হবে। তারপর ডোমেইন টি সিলেক্ট করে নিন্মোক্ত কনফিগারেশন চেক করে এডিট করে Apply ক্লিক করলেই কাজ শেষ।
এখন সি প্যানেলের ভিন্নতার জন্য ইন্টারফেইস বা অপশনের ভিন্নরকম হতে পারে কিন্ত আমাদের লক্ষ্য হলো এই কনফিগারেশন কোথায় আছে তা খুঁজে বের করে চেক করা।
Max_execution_time (300)
Upload_max_filesize (64M)
Post_max_size (64M)
Memor_limit (128M)
Max_lnput_vars (1000)
[ এখানে যে কনফিগার করা হয়েছে সেটা স্ট্যান্ডার্ড। চাইলে কম বেশিও করা যাবে। ]
আপনি যদি প্রিমিয়াম থিম ব্যবহার করেন তাহলে থিম এর ডকুমেন্টেশন এ গেলেই দেখতে পাবেন তাদের সার্ভার রিকোয়ারমেন্টস গুলো কী? আর অবশ্যই এইটা মিসকনফিগারেশন করা যাবে না তাহলে আপনার সমস্যা আরো বাড়বে। যদি মনে করেন আপনি সঠিকভাবে বোঝতে পারছেন না তাহলে হোস্টিং প্রোভাইডারের সাপোর্ট নিন।