সুন্দরবন কোন ধরনের বন? কোন সালে এই বনকে UNESCO কতৃক ‘ওয়ার্ল্ড হ্যারিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে?

★সুন্দরবন কোন ধরনের বন? কোন সালে এই বনকে UNESCO কতৃক ‘ওয়ার্ল্ড হ্যারিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে?

উত্তরঃ সুন্দর বন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন। এই বনের আয়তন ১০,০০০ বর্গকিলোমিটার। তন্মধ্যে ৬০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশের অন্তর্গত। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) ৭৯৮ তম
‘ওয়ার্ল্ড হ্যারিটেজ’ (World Heritage) ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *