পড়াশোনা

সহমর্মিতা কি? । সহমর্মিতার দক্ষতার বৈশিষ্ট

1 min read

সহমর্মিতা-

দুঃখী, বিপন্ন বা রোগগ্রস্ত ব্যক্তির মনের অবস্থা আন্তরিকভাবে অনুধাবন করে তার সাথে একাত্ম হওয়াকে সহমর্মিতা বলে। অন্যের সমস্যা, দুঃখ-কষ্টকে নিজের মনে করে সে অনুযায়ী আচরণ করাই সহমর্মিতা।

সহমর্মিতার দক্ষতার বৈশিষ্ট-

১।সহমর্মিতা অনুভব ও প্রকাশের দক্ষতা।

২। অন্যকে সঠিকভাবে বুঝার ক্ষমতা অর্জন।

৩। অন্যের সম্পর্কে ইতিবাচক ধারণা অর্জন।

৪। অন্যের অনুযোগ অভিযোগ মন দিয়ে শোনা ও ব্যবস্থা নেয়া।

৫। অন্যের অনুভূতিতে সাড়া দেয়া।

৬। অন্যের দুঃখ- কষ্টে সমানুভূতি প্রকাশ।

5/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x