ড্রাইসেল কী কাজে ব্যবহৃত হয়?

ড্রাইসেল এক ধরনের গ্যালভানিক কোষ। এটি সহজেই বহনযোগ্য এবং ব্যবহার অত্যন্ত সহজ ও বিপদমুক্ত। সাধারণত টর্চলাইট জ্বালাতে এটি ব্যবহার করা হয়। এ ছাড়াও রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে এবং বাচ্চাদের খেলনা চালাতে প্রভৃতি কাজে ব্যবহার করা হয়।

5/5 - (12 votes)

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.