Modal Ad Example
General Knowledge

সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

1 min read

সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।

বাংলাদেশ বিষয়াবলী

১. দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার কে?
ক) বেগম রাশেদা সুলতানা
খ) মোছা. আছিয়া খাতুন
গ) বেগম কবিতা খানম
ঘ) অধ্যাপক রুমানা ইসলাম

সঠিক উত্তর : মোছা. আছিয়া খাতুন

২. মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কী?
ক) মেট্রো পুলিশ
খ) এমআরটি পুলিশ
গ) রেলওয়ে পুলিশ
ঘ) সিটি পুলিশ

সঠিক উত্তর : এমআরটি পুলিশ

৩. ২০ জুন ২০২৩ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কয়টি?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি

সঠিক উত্তর : ১২টি

৪. ১২ জুন ২০২৩ দেশের ১২তম GI পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে?
ক) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম
খ) শেরপুরের তুলশীমালা ধান
গ) বাংলাদেশের শীতল পাটি
ঘ) বগুড়ার দই

সঠিক উত্তর : শেরপুরের তুলশীমালা ধান

৫. ২০ জুন ২০২৩ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
ক) ৪০টি
খ) ৪১টি
গ) ৪২টি
ঘ) ৪৩টি

সঠিক উত্তর : ৪২টি

৬. সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?
ক) ইনসানিয়াত বিপ্লব
খ) গণসংহতি আন্দোলন
গ) নাগরিক ঐক্য
ঘ) বাংলাদেশ জাসদ

সঠিক উত্তর : বাংলাদেশ জাসদ

৭. জাতীয় সংসদে ‘আয়কর বিল ২০২৩’ পাস হয় কবে?
ক) ১১ জুন ২০২৩
খ) ১৮ জুন ২০২৩
গ) ১৫ জুন ২০২৩
ঘ) ২০ জুন ২০২৩

সঠিক উত্তর : ১৮ জুন ২০২৩

অর্থ-বাণিজ্য

৮. ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত টাকা?
ক) ৬,০৩,৬৮১ কোটি
খ) ৬,৭৮,০৬৪ কোটি
গ) ৭,৭৮,০৬৪ কোটি
ঘ) ৭,৬১,৭৮৫ কোটি

সঠিক উত্তর : ৭,৬১,৭৮৫ কোটি

৯. ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত টাকা?
ক) ২ লাখ ৫০ হাজার
খ) ৩ লাখ
গ) ৪ লাখ
ঘ) ৩ লাখ ৫০ হাজার

সঠিক উত্তর : ৩ লাখ ৫০ হাজার

১০. বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে?
ক) ১২৫ কোটি
খ) ২০০ কোটি
গ) ১৫০ কোটি
ঘ) ২৫০ কোটি

সঠিক উত্তর : ১২৫ কোটি

১১. ১৫ জুন ২০২৩ বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে?
ক) ৪০০ কোটি
খ) ৫০০ কোটি
গ) ৪৫০ কোটি
ঘ) ৫৫০ কোটি

সঠিক উত্তর : ৫০০ কোটি

শিক্ষা

১২. ২০ জুন ২০২৩ পর্যন্ত দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
ক) ৫১টি
খ) ৫২টি
গ) ৫৩টি
ঘ) ৫৪টি

সঠিক উত্তর : ৫৪টি

১৩. দেশের ৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
ক) মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর
খ) বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ
ঘ) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ

১৪. ২০ জুন ২০২৩ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
ক) ১০৯টি
খ) ১১১টি
গ) ১১০টি
ঘ) ১১৩টি

সঠিক উত্তর : ১১৩টি

১৫. ১৪ জুন ২০২৩ সরকার ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে?
ক) তিস্তা ইউনিভার্সিটি
খ) রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি
গ) লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়
ঘ) ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটি বাংলাদেশ

সঠিক উত্তর : লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩

১৬. অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব/প্রতি বর্গ কি.মি. কত?
ক) ১,১১০ জন
খ) ১,১৩৫ জন
গ) ১,১৫৩ জন
ঘ) ১,১৭০ জন

সঠিক উত্তর : ১,১৫৩ জন

১৭. অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
ক) ৭২.৩ বছর
খ) ৭৩.৩ বছর
গ) ৭৪.২ বছর
ঘ) ৭৪.৭ বছর

সঠিক উত্তর : ৭২.৩ বছর

১৮. অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী দারিদ্র্যের হার কত?
ক) ১৭.৫%
খ) ১৮.৭%
গ) ২০.৫%
ঘ) ২১.৫%

সঠিক উত্তর : ১৮.৭%

১৯. অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত?
ক) ৫.৬%
খ) ৮.৫%
গ) ৯.৫%
ঘ) ১০.৫%

সঠিক উত্তর : ৫.৬%

২০. অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী সাক্ষরতার (৭+) হার কত?
ক) ৭৪.০%
খ) ৭৫.৯%
গ) ৭৫.২%
ঘ) ৭৬.৪%

সঠিক উত্তর : ৭৬.৪%

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২

২১. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) ময়মনসিংহ
খ) কুমিল্লা
গ) নওগাঁ
ঘ) দিনাজপুর

সঠিক উত্তর : ময়মনসিংহ

২২. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) কুমিল্লা
খ) যশোর
গ) সাতক্ষীরা
ঘ) ময়মনসিংহ

সঠিক উত্তর : ময়মনসিংহ

২৩. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) বাগেরহাট
খ) খুলনা
গ) সাতক্ষীরা
ঘ) ভোলা

সঠিক উত্তর : সাতক্ষীরা

২৪. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) কুষ্টিয়া
খ) পাবনা
গ) ফরিদপুর
ঘ) মাগুরা

সঠিক উত্তর : ফরিদপুর

২৫. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) মুন্সীগঞ্জ
খ) পাবনা
গ) রংপুর
ঘ) বগুড়া

সঠিক উত্তর : বগুড়া

২৬. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) ঠাকুরগাঁও
খ) নাটোর
গ) দিনাজপুর
ঘ) চাঁপাইনবাবগঞ্জ

সঠিক উত্তর : ঠাকুরগাঁও

২৭. কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) রংপুর
খ) কুষ্টিয়া
গ) ঝিনাইদহ
ঘ) যশোর

সঠিক উত্তর : ঝিনাইদহ

আন্তর্জাতিক বিষয়াবলী

২৮. বর্তমানে সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
ক) বৃহস্পতি
খ) ইউরেনাস
গ) শনি
ঘ) নেপচুন

সঠিক উত্তর : শনি

২৯. চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কী?
ক) Xian MA60
খ) ARJ21
গ) MAX 8
ঘ) C919

সঠিক উত্তর : C919

৩০. প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক নির্বাচিত হন কে?
ক) নুসরাত চৌধুরী
খ) ইলহান ওমর
গ) মেহরিন ফারুকি
ঘ) রাশিদা তৈয়ব

সঠিক উত্তর : নুসরাত চৌধুরী

৩১. ৬ জুন ২০২৩ ইরান কোন দেশে পুনরায় দূতাবাস উদ্বোধন করে?
ক) ইরাক
খ) সৌদি আরব
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সিরিয়া

সঠিক উত্তর : সৌদি আরব

৩২. প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে ফেডারেল মামলায় অভিযুক্ত হন?
ক) বিল ক্লিনটন
খ) রিচার্ড নিক্সন
গ) জর্জ ওয়াকার বুশ
ঘ) ডোনাল্ড ট্রাম্প

সঠিক উত্তর : ডোনাল্ড ট্রাম্প

৩৩. ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে?
ক) বিমল প্যাটেল
খ) হার্বার্ট বেকার
গ) এডউইন লুটিয়েন্স
ঘ) অমিতাভ ঘোষ

সঠিক উত্তর : বিমল প্যাটেল

সংস্থার প্রধান

৩৪. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি কে?
ক) ইমরে হোল্লাই
খ) ডেনিস ফ্রান্সিস
গ) পিটার থমসন
ঘ) স্যাম কুটেসা

সঠিক উত্তর : ডেনিস ফ্রান্সিস

৩৫. বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) বর্তমান প্রেসিডেন্ট কে?
ক) ড. ওকোনজো ইওয়েলা
খ) ড. আবদুল্লাহ আহমেদ আল মান্দউস
গ) রাফায়েল গ্রোসি
ঘ) জর্জিয়া মেলোনি

সঠিক উত্তর : ড. আবদুল্লাহ আহমেদ আল মান্দউস

৩৬. বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব কে?
ক) হেলেন ক্লার্ক
খ) ফাতিমাত ধিয়ানা সাঈদ
গ) অ্যামি ই. পোপ
ঘ) সেলেস্তে সাওলো

সঠিক উত্তর : সেলেস্তে সাওলো

৩৭. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রথম নারী মহাপরিচালক কে?
ক) ড. ওকোনজো ইওয়েলা
খ) ইরিনা বোকোভা
গ) অ্যামি ই. পোপ
ঘ) ম্যানুয়েলা রোকা বোটেই।

সঠিক উত্তর : অ্যামি ই. পোপ

FAO ফুড আউটলুক ২০২৩

৩৮. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) রাশিয়া
গ) ইন্দোনেশিয়া
ঘ) তুরস্ক

সঠিক উত্তর : চীন

৩৯. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) মিশর
গ) ভারত
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : মিশর

৪০. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) কানাডা
খ) রাশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ব্রাজিল

সঠিক উত্তর : রাশিয়া

৪১. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) ভিয়েতনাম
খ) জাপান
গ) যুক্তরাষ্ট্র
ঘ) অস্ট্রেলিয়া

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

৪২. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) আর্জেন্টিনা
গ) মেক্সিকো
ঘ) চীন

সঠিক উত্তর : চীন

৪৩. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) ভারত
ঘ) ইন্দোনেশিয়া

সঠিক উত্তর : চীন

৪৪. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) থাইল্যান্ড
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : ভারত

৪৫. FAO ফুড আউটলুক ২০২৩ অনুযায়ী ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ

সঠিক উত্তর : ৩য়

ক্রীড়াঙ্গন

৪৬. ২০২৩ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) ইতালি
খ) উরুগুয়ে
গ) ইসরায়েল
ঘ) দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর : উরুগুয়ে

৪৭. ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
ক) নোভাক জকোভিচ
খ) রাফায়েল নাদাল
গ) ক্যাসপার রুড
ঘ) উ ইবিং

সঠিক উত্তর : নোভাক জকোভিচ

৪৮. ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
ক) ক্যারোলিনা মুচোভা
খ) ইগা সিওনতেক
গ) অ্যাশলেই বার্টি
ঘ) আরিনা সাবালেঙ্কা

সঠিক উত্তর : ইগা সিওনতেক

৪৯. বর্তমানে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) নিউজিল্যান্ড
ঘ) অস্ট্রেলিয়া

সঠিক উত্তর : অস্ট্রেলিয়া

৫০. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জয় করেছে?
ক) ১৮টি
খ) ২১টি
গ) ২০টি
ঘ) ২৩টি

সঠিক উত্তর : ১৮টি

5/5 - (13 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x