অম্ল বা এসিড
যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বা এসিড বলে।
যেমন- HCl, HNO3, H2SO4, H3C-COOH ইত্যাদি।
HCl+H2O → H+(aq)+Cl–(aq)
HNO3+H2O → H+(aq)+NO3–(aq)
H2SO4+H2O → 2H+(aq)+SO42-(aq)
CH3COOH+H2O → H+(aq)+CH3COO–(aq)