বাংলা

প্রেম ও দ্রোহের কবি নজরুল বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি

1 min read

কাজী নজরুল ইসলাম

প্রেম ও দ্রোহের কবি নজরুল বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি। একইসঙ্গে আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত। ২৪ মে তাঁর জন্মদিন উপলক্ষ্যে আমাদের এই আয়োজন ।

  • জন্ম : ২৪ মে ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬)।
  • মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩)।
  • জন্মস্থান : বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম ।
  • পিতা : কাজী ফকির আহমদ।
  • মাতা : জাহেদা খাতুন।
  • ডাক নাম : দুখু মিয়া, ব্যাঙাচি, নজর আলী, তারা খ্যাপা।
  • শিক্ষা : রানীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণি (১৯১৫-১৭) পর্যন্ত পড়াশুনা করেন।
  • উপাধি : সাম্যের কবি, বিরহ-বেদনার কবি।
  • ছদ্মনাম : ধূমকেতু ।
  • সম্পাদিত পত্রিকা : ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), নবযুগ (১৯২০)।
  • লেটো দলে যোগদান : চাচা বজলে করিমের প্রভাবে লেটো দলে যোগ দেন। এখানে তাঁর সাহিত্যচর্চা শুরু হয়।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

  • কাব্যগ্রন্থ : অগ্নিবীণা (১৯২২), বিষের বাঁশী (১৯২৪), সর্বহারা (১৯২৬), ভাঙ্গার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫), প্রলয়শিখা (১৯৩০), দোলনচাঁপা, ছায়ানট (১৯২৪)।
  • উপন্যাস: বাঁধন-হারা (১৯২৭, প্রথম), মৃত্যুক্ষুধা (১৯৩০), কুহেলিকা (১৯৩১)।
  • নাটক : ঝিলিমিলি (১৯৩০), আলেয়া, পুতুলের বিয়ে, মধুবালা, ঝড়, বনের বেদে।
  • গানের গ্রন্থ: বুলবুল, চোখের চাতক (১৯২৯), চন্দ্রবিন্দু, গুল-বাগিচা, জুলফিকার।
  • গল্পগ্রন্থ : ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
  • প্রবন্ধগ্রন্থ : যুগবাণী (১৯২২, প্রথম), রাজবন্দীর জবানবন্দী (১৯২৩), রুদ্র-মঙ্গল, দুর্দিনের যাত্রী।
  • কবিতা সংকলন : সঞ্চিতা (১৯২৮, রবীন্দ্রনাথকে উৎসর্গকৃত)।
  • নিষিদ্ধ গ্রন্থ: বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
  • প্রবন্ধ : মন্দির ও মসজিদ, তুর্ক মহিলার ঘোমটা খোলা (১৯১৯, প্রথম প্রবন্ধ)।
  • জীবনীগ্রন্থ : মরুভাস্কর (১৯২৭, হযরত মুহাম্মদ স. এর জীবনী), চিত্তনামা (১৯২৫)।
  • অনুবাদ : রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম (১৯৩৫), কাব্য আমপারা ।
  • গল্প: রাজবন্দীর চিঠি, বাউণ্ডেলের আত্মকাহিনী, জিনের বাদশা, গদ্ম গোখরা।

পুরস্কার ও সম্মাননা

  • একুশে পদক (১৯৭৬), স্বাধীনতা পুরস্কার (১৯৭৭), জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫), পদ্মভূষণ (১৯৬০, ভারত সরকার)।
  • ডি.লিট : রবীন্দ্রভারতী (১৯৬৯), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৪)।

বিশেষ তথ্য

  • কবি নজরুল সৈনিক পদে ৪৯ বাঙালি পল্টনে ছিলেন— ১৯১৭-১৯২০ সাল পর্যন্ত ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়— ১৯২৩ সালের ১৩ অক্টোবর।
  • বাংলা সাহিত্যে ‘মুক্তক’ ছন্দের প্রবর্তক— কাজী নজরুল ইসলাম।
  • “বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পূর্ণ হয়— ২০২২ সালে।
  • নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন— ১৯৪২ সালের ১০ অক্টোবর।
  • চিকিৎসার জন্য কবিকে সন্ত্রীক লন্ডনে পাঠানো হয়— ১৯৫৩ সালে ।
  • বঙ্গবন্ধু সরকার কবিকে ঢাকায় নিয়ে আসেন— ১৯৭২ সালের ২৪ মে।
  • ‘সন্ধ্যা’ কাব্যের ‘চল চল চল’ কবিতার ২১ লাইন বাংলাদেশের রণসংগীত হিসেবে গৃহীত হয়— ১৯৭২ সালের ১৩ জানুয়ারি।
  • নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় – ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি।
  • বঙ্গবন্ধু ১৯৭২ সালে ‘কবি ভবন’ নামে কবির জন্য বরাদ্দ করেন— ধানমন্ডির পুরাতন ২৮ নম্বর রোডের ৩৩০/বি নং বাড়িটি।
  • কবি ভবনে ১৯৮৫ সালে গড়ে তোলা হয়- নজরুল ইনস্টিটিউট।
  • নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়— ১৯৮৭ সালে ।
  • নজরুলের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ১১৭ নং কেবিনে ২০২১ সালের ২৭ আগস্ট স্থাপিত হয়— “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষ।
  • কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গড়ে তোলা হয়— ‘নজরুল স্মৃতিকেন্দ্র’।
  • প্রতিবছর নজরুল জয়ন্তীর মূল আয়োজন হয়— কবির বিয়ে, প্রেম, বিচ্ছেদ, গ্রেপ্তার ও সমাবেশে অংশ নেওয়ার অসংখ্য স্মৃতিবিজড়িত কুমিল্লায়।
5/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.