International

সিটিবিটি চুক্তি কি?

1 min read

CTBT চুক্তি

সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি হল একটি বহুপাক্ষিক চুক্তি যা সকল ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে। চুক্তিটি জাতিসংঘের সাধারণ অধিবেশন দ্বারা ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে গৃহীত হয়।
এটি বর্তমান পর্যন্ত ১৮৫ টি দেশ দ্বারা স্বাক্ষরিত হয়েছে এবং ১৭২টি দেশ দ্বারা অনুমোদন হয়েছে। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে না যতক্ষণ না এটি ৪৪টি নির্দিষ্ট দেশ দ্বারা অনুমোদিত হয়, যার মধ্যে ৮ দেশ (চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র।) চুক্তিটিতে অনুমোদন করেনি। CTBT এর পূর্ণরুপ হল The Comprehensive Test Ban Treaty (CTBT)।
১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত, CTBT চুক্তি গৃহিত হওয়ার আগে, বিভিন্ন দেশ কর্তৃক ২০০০ টিরও বেশি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। তাই পারমাণবিক পরিক্ষার ভয়াবহতার হাত থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করার জন্য সিটিবিটি চুক্তির আবির্ভাব।

বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরিত করে – ১৯৯৬ সালের ২৪ অক্টোবর।
বাংলাদেশ CTBT চুক্তি চুক্তি স্বাক্ষরকারী – ১২৯ তম দেশ।
বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে – ২০০০ সালের ৭ মার্চ।
বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকরী – ২৮ তম দেশ।

5/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x