Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?
কোনো কিছুর নামকে Noun বলে । যেমন : Rahim, Karim , Dhaka , Bangladesh, Book , Cow , etc.
Noun এর প্রকারভেদ
আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে Noun এর Classification দেখবো ।
- Noun এর অবস্থা বিচারে শ্রেণী বিভাগ
- Noun এর গণনাযোগ্যতা বিচারে শ্রেণী বিভাগ
প্রথম দৃষ্টিকোণ থেকে Noun কে প্রধানত দুইভাগে ভাগ করা যায়
- Concrete Noun
- Abstract Noun
Concrete Noun
Concrete Noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় (দেখা যায় , গন্ধ দিয়ে অনুভব করা যায় , ছোয়া যায় ইত্যাদি ) ।
Example :Cow , Book , silver , Building,Air , gas , odour etc.
Abstract Noun
যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুন বুঝায় তাকে Abstract Noun বলে ।
Example :Goodness, Kindness , fatherhood , childhood etc.
Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায় । যথা –
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material Noun
দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে Noun কে দুই ভাগে ভাগ করা যায় ।
- Countable Noun
- Uncountable Noun
Countable Noun
যে Noun কে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে Countable Noun বলে ।
Example :Flower, child , book , pen etc.
Uncountable Noun
যে সকল Noun সংখ্যা দিয়ে গণনা করা যায় না , শুধু অন্য উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাকে Uncountable Noun বলে ।
Example :Honesty , Water , Salt , air etc.
উপরোক্ত সব কিছু বিবেচনা করে Noun কে পাঁচ ভাগে ভাগ করা যায় ।
যথা :
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material Noun
- Abstract Noun
Proper Noun
যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু,স্থান প্রভৃতির নাম বুঝায় তাকে Proper Noun বলে ।
Example :Name of Persons : Rahim , Shima , Tuhin etc.Name of things :Titanic , Friday, Quran etc.Name of Place : Khulna , Dhaka , America etc.
Common Noun
যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে ওই জাতীয় সকল Noun কে বুঝায় তাকে Common Noun বলে ।
Example :Flower,Poet , Girl , Dress , etc.
Collective Noun
যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে ।
Example :Team, Group, Committee, infantry, Class etc.
Material Noun
যে Noun দ্বারা কোনো পদার্থকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না , তাকে Material Noun বলে ।
Example :Water , Gold , Iron , Oil etc.
Abstract Noun
যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুন বুঝায় তাকে Abstract Noun বলে ।
Example: Goodness, Kindness , fatherhood , childhood etc.
আশা করি Noun সম্পর্কে বুঝতে পেরেছেন ।