তড়িৎ পরিবাহী কি? তড়িৎ পরিবাহীর প্রকারভেদ। What is Electrical Conductor?

তড়িৎ পরিবাহী কি? What is Electrical Conductor in Bengali/Bangla?
তড়িৎ পরিবাহী হলো এক ধরনের পদার্থ যার মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করতে পারে। যেমন- সব ধাতু, গ্রাফাইট, গলিত অবস্থায় লবণসমূহ হচ্ছে তড়িৎ পরিবাহী।

তড়িৎ পরিবাহীর প্রকারভেদ (Electrical conductor)
তড়িৎ পরিবাহীকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১. সুপরিবাহী, ২. অর্ধপরিবাহী, ৩. কুপরিবাহী।

১. সুপরিবাহী : যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই প্রবাহিত হতে পারে বা চলাচল করতে পারে, তাকে সুপরিবাহী বলে। যেমন: লোহা, তামা, রূপা, সোনা ইত্যাদি।
২. অর্ধপরিবাহী : যে পদার্থের মধ্য দিয়ে অল্প পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে অর্ধপরিবাহী বলে। যেমন: সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি।
৩. কুপরিবাহী : যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে কুপরিবাহী বলে। একে অন্তরকও বলা হয়। যেমন: কাঠ, প্লাস্টিক, কাগজ ইত্যাদি।

এছাড়া অতিপরিবাহী একটি বিশেষ প্রকারের পরিবাহী যার রোধ শূণ্য।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *