Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?

কোনো কিছুর নামকে Noun বলে । যেমন : Rahim, Karim , Dhaka , Bangladesh, Book , Cow , etc.

Noun এর প্রকারভেদ

আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে Noun এর Classification দেখবো ।

 

  1. Noun এর অবস্থা বিচারে শ্রেণী বিভাগ
  2. Noun এর গণনাযোগ্যতা বিচারে শ্রেণী বিভাগ

প্রথম দৃষ্টিকোণ থেকে Noun কে প্রধানত দুইভাগে ভাগ করা যায় 

  1. Concrete Noun
  2. Abstract Noun

Concrete Noun

Concrete Noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় (দেখা যায় , গন্ধ দিয়ে অনুভব করা যায় , ছোয়া যায় ইত্যাদি ) ।

Example :Cow , Book , silver , Building,Air , gas , odour etc.

Abstract Noun

যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুন বুঝায় তাকে Abstract Noun বলে ।

Example :Goodness, Kindness , fatherhood , childhood etc.

Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায় । যথা –

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun

দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে Noun কে দুই ভাগে ভাগ করা যায় ।

  1. Countable Noun
  2. Uncountable Noun

Countable Noun

যে Noun কে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে Countable Noun বলে ।

Example :Flower, child , book , pen etc.

Uncountable Noun

যে সকল Noun সংখ্যা দিয়ে গণনা করা যায় না , শুধু অন্য উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাকে Uncountable Noun বলে ।

Example :Honesty , Water , Salt , air etc.

উপরোক্ত সব কিছু বিবেচনা করে Noun কে পাঁচ ভাগে ভাগ করা যায় ।

যথা :

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
  5. Abstract Noun

Proper Noun

যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু,স্থান প্রভৃতির নাম বুঝায় তাকে Proper Noun বলে ।

Example :Name of Persons : Rahim , Shima , Tuhin etc.Name of things :Titanic , Friday, Quran etc.Name of Place : Khulna , Dhaka , America etc.

Common Noun

যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে ওই জাতীয় সকল Noun কে বুঝায় তাকে Common Noun বলে ।

Example :Flower,Poet , Girl , Dress , etc.

Collective Noun

যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে ।

Example :Team, Group, Committee, infantry, Class etc.

Material Noun

যে Noun দ্বারা কোনো পদার্থকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না , তাকে Material Noun বলে ।

Example :Water , Gold , Iron , Oil etc.

Abstract Noun

যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুন বুঝায় তাকে Abstract Noun বলে ।

Example: Goodness, Kindness , fatherhood , childhood etc.

আশা করি Noun সম্পর্কে বুঝতে পেরেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *