পদার্থ বিজ্ঞান

আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য

1 min read

অনুপ্রস্থ তরঙ্গ (Transverse waves):

যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেমন: পানির উপরিতলে সৃষ্ট তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো একবার উপরে আরেকবার নিচে স্পন্দিত হয়; ফলে কণার অবস্থান পরিবর্তিত না হয়েই তরঙ্গ সামনে আগায়।

আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য

আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ-

১) এ তরঙ্গ যান্ত্রিক নাও হতে পারে। যেমন: আলোক তরঙ্গ।

২) পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালিত করে।

৩) এ তরঙ্গে উপরিপাতন, ব্যতিচার, পোলারায়ন বা সমবর্তন ঘটে।

৪) কঠিন মাধ্যমে ও তরল পৃষ্ঠে এ তরঙ্গের উৎপত্তি হয়।

৫) পরপর দুটি তরঙ্গদৈর্ঘ্য ও পরপর দুটি তরঙ্গ পাদ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।

4.9/5 - (15 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x