লম্বিক তরঙ্গ: যে তরঙ্গ মাধ্যমের কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে লম্বিক তরঙ্গ বলে। শব্দতরঙ্গ, একমাত্রিক সিপ্রং তরঙ্গ, বাঁশির সুরের তরঙ্গ, ঢোলে আঘাত করলে সৃষ্ট তরঙ্গ ইত্যাদি লম্বিক তরঙ্গের উদাহরণ
অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য
অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য নিম্নরূপ –
১) পর্যায়ক্রমে সঙ্কুচিত ও প্রসারিত হয়ে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালিত করে।
২) মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহের দিকে অর্থাৎ সমান্তরালে আলোড়িত হয়।
৩) কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে এ তরঙ্গের উৎপত্তি হয়।
৪) পরপর একটি সঙ্কোচন ও একটি প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।
৫) এ তরঙ্গে পোলারায়ন বা সমবর্তন ঘটে না।
৬) অনুদৈর্ঘ্য তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ। এ তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন।