ক্লিনিং মিক্শ্চার কি?
ক্লিনিং মিক্শ্চার কি?
ক্রোমিক এসিড ( K2Cr2O7 + গাঢ় H2SO4) কে ক্লিনিং মিক্শ্চার বলা হয়।
ক্লিনিং মিক্শ্চার কি?
ক্রোমিক এসিড ( K2Cr2O7 + গাঢ় H2SO4) কে ক্লিনিং মিক্শ্চার বলা হয়।
বর্তমান পর্যায় সারণিতে কি ব্যতিক্রম লক্ষণীয়? সাধারণত পর্যায় সারণিতে প্রতিটি মৌলের জন্য একটি আলাদা অবস্থান রয়েছে। কিন্তু পর্যায় – 6, ও পর্যায় – 7 এর ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষণীয়। তাদের প্রত্যেকের ক্ষেত্রে 18 টি গ্রুপে 32 টি মৌল রয়েছে। এদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ – 3 তেই 15টি মৌলের অবস্থান। বাকি 17টি গ্রুপে একটি করে মৌল অবস্থান…
সেমিমাইক্রো অ্যানালাইসিস কী? ল্যাবরেটরির যে অ্যানালিসিস পদ্ধতিতে পরীক্ষণের জন্য পরীক্ষণীয় বস্তু বা দ্রবণের 50 mg বা 1 ml নিয়ে কাজ করা হয় তাকে সেমি মাইক্রো অ্যানালাইসিস বলে।
চোখে ক্ষার লাগলে কি পরিমাণ এসিড ব্যবহার করতে হবে? বোরিক এসিডের সম্পৃক্ত দ্রবণের কয়েক ড্রপ। চোখে ক্ষার লাগলে বোরিক এসিডের সম্পৃক্ত দ্রবণের কয়েক ড্রপ ব্যবহার করতে হবে।
ফুড প্রিজারভেটিভস কি? যেসব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমাণে ব্যবহারের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সংরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে।
বোর পরমাণু মডেলের স্বীকার্যঃ পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালি ব্যাখ্যার জন্য নীলস্ বোর (Neils Bohr) 1913 সালে তাঁর বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। এ মডেলের স্বীকার্যসমূহ হলো- নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। এগুলোকে শক্তিস্তর বা অরবিট বলা…
সিএফসি (CFC) কি সিএফসি (CFC) যার পূর্ণ রূপ হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। গ্রিন হাউজ গ্যাসের মধ্যে অন্যতম একটি গ্যাস হচ্ছে সিএফসি (CFC)। বায়ু মণ্ডলকে উত্তপ্ত করতে এক অণু সিএফসি (CFC) গ্যাস, এক অণু কার্বন ডাই অক্সাইড গ্যাসের চেয়ে দশ হাজার গুন উত্তপ্ত করণ ক্ষমতা রাখে। এর মাধ্যমেই বুঝা যায়, CFC গ্যাস কতটুকু বিষাক্ত আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের…