ব্যুরেট কি?
ব্যুরেট কি?
ল্যাবরেটরিতে ব্যবহৃত এক প্রান্ত খোলা অন্য প্রান্ত বেশ সরু ও স্টপকর্কযুক্ত দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাচনলকে ব্যুরেট বলে।
ব্যুরেট কি?
ল্যাবরেটরিতে ব্যবহৃত এক প্রান্ত খোলা অন্য প্রান্ত বেশ সরু ও স্টপকর্কযুক্ত দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাচনলকে ব্যুরেট বলে।
সাম্য ধ্রুবক কি? একটি বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে সাম্য ধ্রুবক বলে। উপাদান সমূহের মোল সংখ্যাকে ঘাতে উন্নীত করা হয়।
গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী কেন? গ্রাফাইট অণুর গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায়, গ্রাফাইট অণুর গঠনে প্রতিটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ফলে প্রতিটি কার্বনে 1টি করে মুক্ত ইলেকট্রন থাকে। কার্বন পরমাণুতে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে বলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। অপরদিকে, হীরকের গঠন পর্যবেক্ষণ…
ব্যুরেট কী? ব্যুরেট হচ্ছে স্টপকর্ক যুক্ত ও সুষম ছিদ্র বিশিষ্ট দাগাংকিত একটি কাঁচনল যাতে অজানা বা জানা দ্রবণ নিয়ে টাইট্রেশনের মাধ্যমে অপরটির ঘনমাত্রা নির্ণয় করা হয়। নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থ কোথাও স্থানান্তর করতে ব্যুরেট ব্যবহার করা হয়। এর সাহায্যে 1 মি.লি. এর 10 ভাগের একভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করা যায়। ব্যুরেট ব্যবহার করার জন্য…
ব্যাণ্ড বর্ণালি কাকে বলে? ব্যাণ্ড বর্ণালি বস্তুতে অনেকগুলো নিবিড় সম্পৃক্ত বর্ণালি রেখার সমন্বয়ে গঠিত হয। ব্যাণ্ড বর্ণালি উদ্ভবে ইলেকট্রনের ধাপান্তরের পাশাপাশি অণুর আবর্তন কম্পনের প্রভাব রয়েছে। ব্যাণ্ড বর্ণালি একটি অণুর বৈশিষ্ট্য মূলক বর্ণালি। এটি আণবিক বর্ণালি হিসেবেও পরিচিত।
ম্যাক্রো অ্যানাইটিক্যাল পদ্ধতি কী? রসায়নের ল্যাবরেটরিতে গবেষণার জন্য প্রচলিত যে স্কেলে ভর হিসেবে 0.5 – 1 g পর্যন্ত এবং আয়তন হিসেবে 10 mL স্যাম্পল নিয়ে নিরীক্ষণ করা সম্ভব হয় তাকে ম্যাক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি বলে।
পিপেট কী? পিপেট হচ্ছে দ্রবণ স্থানান্তরে ব্যবহৃত দুই মুখ খোলা কাচনল যার নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝ অংশ মোটা বাষ্পের মতো ফুলানো থাকে। নির্দিষ্ট আয়তনের তরল স্থানান্তরের জন্য এটি ব্যবহার করা হয়। এটি সূক্ষ্মভাবে নির্দিষ্ট পরিমাণ তরল দ্রবণ স্থানান্তরে কাজ করে। যার থেকে তরল পদার্থ নিতে হবে তার মধ্যে পিপেটের সরু প্রান্ত চুবিয়ে…