Similar Posts
প্রতিফলক দূরবীণ কাকে বলে?
প্রতিফলক দূরবীণ কাকে বলে? যে দূরবীণ অবতল দর্পণকে অভিলক্ষ হিসাবে ব্যবহার করে তাকে প্রতিফলক দূরবীণ বলে।
ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে?
ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে? 1 m2 ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তবে ঐ পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ বলে।
সমবেগ কি?
সমবেগ কি? যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। অর্থাৎ কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে।
সমআয়তন প্রক্রিয়া কি?
সমআয়তন প্রক্রিয়া কি? কোনো সিস্টেমের আয়তন স্থির রেখে এতে তাপশক্তি প্রদান করলে বা সিস্টেম থেকে তাপশক্তি অপসারিত করলে সিস্টেমের চাপ ও তাপমাত্রার পরিবর্তন হয়। এধরনের প্রক্রিয়াকে সমআয়তন প্রক্রিয়া বলে।
ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে।
সিলাভারিং কি?
সিলাভারিং কি? দর্পণ তৈরির জন্য কাচের পৃষ্ঠে পারদ বা রূপার প্রলেপ দেওয়া হয়, যাকে সিলভারিং বলে।