প্রতিফলক দূরবীণ কাকে বলে?
প্রতিফলক দূরবীণ কাকে বলে?
যে দূরবীণ অবতল দর্পণকে অভিলক্ষ হিসাবে ব্যবহার করে তাকে প্রতিফলক দূরবীণ বলে।
যে দূরবীণ অবতল দর্পণকে অভিলক্ষ হিসাবে ব্যবহার করে তাকে প্রতিফলক দূরবীণ বলে।
তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।
অসদ প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রকৃত পক্ষে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় না কিন্তু দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্চে বলে মনে হয়, তখন ঐ দ্বিতীয় বিন্দুতে প্রথম বিন্দুর যে প্রতিবিম্ব দেখা যায় তাকে অসদ বা অবাস্তব প্রতিবিম্ব বলে। সমতল দর্পণে এবং উত্তল দর্পণে এ…
IC এর পূর্ণরূপ কি? IC এর পূর্ণরূপ হলো Integrated Circuit.
জেনারেটর কাকে বলে? যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে।
সান্দ্রতাগুণাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের প্রতি একক রাখতে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পশকীয় বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে।
বিসর্প ঘর্ষণ কি? যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেষে চলতে চেষ্টা করে, তখন সৃষ্ট ঘর্ষণ বিসর্প ঘর্ষণ।