জীববিজ্ঞানের ভৌত ও ফলিত শাখাগুলোর নাম কি?
জীববিজ্ঞানের ভৌত শাখাগুলো হলো–
১. অঙ্গসংস্থান বিদ্যা, ২. শ্রেণিবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, ৩. শারীরবিদ্যা, ৪. হিস্টোলজি, ৫. ভ্রূণবিদ্যা, ৬. কোষবিদ্যা, ৭. বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, ৮. বিবর্তনবিদ্যা, ৯. বাস্তুবিদ্যা, ১০. এন্ডোক্রাইনোলজি, ১১. জীবভূগোল।
জীববিজ্ঞানের ফলিত শাখাগুলো হলো–
১. প্রত্নতাত্ত্বিক, ২.জীব পরিসংখ্যানবিদ্যা, ৩. পরজীবীবিদ্যা, ৪. মৎস্যবিজ্ঞান, ৫. কীটতত্ত্ব, ৬. অণুজীববিজ্ঞান, ৭. কৃষিবিজ্ঞান, ৮. চিকিৎসাবিজ্ঞান, ৯. জিন প্রযুক্তি, ১০. প্রাণরসায়ন, ১১. মৃত্তিকা বিজ্ঞান, ১২. পরিবেশ বিজ্ঞান, ১৩. সমুদ্র বিজ্ঞান, ১৪. বন বিজ্ঞান, ১৫. জীব প্রযুক্তি, ১৬. ফার্মেসি, ১৭. বন্যপ্রাণীবিদ্যা, ১৮. বায়োইনফরমেটিকস।