ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে।
প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে।
শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ কাকে বলে? কোনো নলের ভেতর দিয়ে প্রবাহী চলাচল করার সময় যদি প্রবাহীর গতিশীল বিভিন্ন স্তরগুলো এর সমান্তরালে থাকে এবং বিভিন্ন অণুগুলো তাদের গতিপথের সাথে সমান্তরালে থাকে তবে প্রবাহীর সেই গতিকে সমরেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ বলে। শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের বৈশিষ্ট্য ১) শান্ত প্রবাহ বা স্রোতরেখা…
পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব শূন্য।
শব্দোচ্চতা কাকে বলে? শব্দোচ্চতা বলতে শব্দ কত জোরে হচ্ছে তা বোঝায়। তীব্রতা শ্রোতার কানে যে অনুভূতি সৃষ্টি করে তাই হলো শব্দোচ্চতা এবং তা ব্যক্তি নির্ভর। একই তীব্রতার একটি শব্দ যে ব্যক্তি কানে কম শোনে তার কাছে শব্দোচ্চতা কম কিন্তু যে বেশি শোনে তার কাছে বেশি। অর্থাৎ শব্দোচ্চতা নির্ভর করে ব্যক্তির তীব্রতা যাচাই করার ক্ষমতার উপর।…
নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পেছনের দিকে ছুটে কেন? নৌকা হতে লাফ দেওয়ার পূর্বে আরোহী ও নৌকা উভয়ই স্থির থাকে, ফলে তাদের মোট ভরবেগ শূন্য। লাফ দিলে আরোহী বেগ প্রাপ্ত হয়ে সম্মুখ দিকে এগিয়ে যায়, অর্থাৎ সম্মুখ দিকে ভরবেগ প্রাপ্ত হয়। ভরবেগের নিত্যতা সূত্রানুযায়ী, লাফের পর মোট ভরবেগের মান শূন্য হবে। তাই দেখা যায়,…
জুলের প্রথম সূত্র পরিবাহীর রোধ এবং প্রবাহকাল অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক।
দোলন গতি কাকে বলে? একটি সরু সুতার এক প্রান্তের সাথে একটি ছোট পাথরের টুকরো বেঁধে সুতার অন্য প্রান্ত একটি টেবিলের প্রান্তের সাথে বেঁধে ঝুলিয়ে দিন। এখন পাথরটির এক প্রান্ত সামান্য পরিমাণ টেনে ছেড়ে দিন। পাথরটি দুলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পর পর পাথরটির গতির কি পরিবর্তিত হবে। পাথরটির এ ধরনের গতি দোলন গতি। ঘড়ির দোলকের…