নারীর ফরজ গোসলের নিয়ম

ফরজ গোসল ও তার সঠিক নিয়ম  মহিলাদের 
দ্বী‌নের  বুঝ  না  থাকায়  আজ  ঈমানদার  পুরুষ  ও  রমনীরা  ফরজ  গোসলের  নিয়ম   জা‌নে   না ।  ফ‌লে   তারা নাপাক  অবস্থায়  ইবাদত  কর‌তে  থা‌কে  ।  নাপাক  অবস্থায়  জীবন  যাপন কর‌তে
থা‌কে  ।  ফ‌লে  তা‌দের  ইবাদত কবুল   হয়না  ।এটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার।   কা‌জেই  সাবধান  হওয়া উচিৎ  ।
   যে সব কারণে নারীর,মেয়েদের ,মহিলাদের  গোসল ফরজ হয়ঃ
(১) স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
(২) নারী-পুরুষ মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
(৩). মেয়েদের হায়েয   হ‌লে  ।
(৪)  নেফাস  অর্থাৎ  সন্তান   প্রস‌বের  পর  রক্ত ক্ষরন  হ‌লে  ।
(৫) ইসলাম গ্রহন করলে(নব  মুস‌লিম হলে)।
     নারীর,মেয়েদের ,মহিলাদের  গোস‌লের ফরজ  ত‌টিঃ
(১)  গড়গড়ার   সা‌থে  কু‌লি  করা  (  য‌দি  রোজাদার  না  হয়)।
(২)  না‌কের  নরম জায়গা  পর্যন্ত পা‌নি  পৌছা‌নো  ।
(৩)  সমস্ত   শরী‌র   ভালভা‌বে পা‌নি  দ্বারা  ধৌত  করা   ।
 উপ‌রোক্ত   তিন‌টি  কাজ  কর‌লেই   গোসল  হ‌য়ে  যা‌বে  ।  ত‌বে   নি‌ম্নে   ব‌র্ণিত  সুন্নাত  ত‌রিকায়  গোসল  কর‌লে  গোসল  প‌রিপূর্ণ  হ‌বে  এবং  তা   এবাদ‌তের   ম‌ধ্যে  গণ্য  হ‌বে  ।
নারীর,মেয়েদের ,মহিলাদের  গোসল  করার  সুন্নাত  তরীকা  ।
(১)  গোস‌লের  শুরু‌তে  বিস‌মিল্লা‌হির  রহমা‌নির রাহীম  পড়া   ।
(২)   প‌বিত্রতা  অর্জ‌নের  জন্য  গোসল   কর‌ছি  ম‌নে  ম‌নে  এ  নিয়ত  করা  ।
(৩) প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত তিনবার  ধুতে হবে।  (  বুখারী  শরীফ  ) ।
(৪)  অতঃপর   ডানহা‌তে  পা‌নি  নি‌য়ে  নাপাকীর  স্থান  তথা   লজ্জাস্থান   বাম  হাত  দিয়া  তিনবার   ধু‌তে  হ‌বে  । শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে।(  মুস‌লিম)  ।
(৫) এবার বামহাতকে ভালো করে ধুইয়ে  ফেল‌তে  হবে  ।
(৬) এবার  অামরা  যেভা‌বে ওজু  ক‌রি  সেভা‌বে   অযু   কর‌তে  হ‌বে   ।   ( মা’য়া‌রিফুল  হা‌দিস)  ।
 (৭)  ওজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।  (  বুখারী)   ।
 (৮)  অতঃপর  ডান  কাঁ‌ধে  তিনবার  পা‌নি  ঢালতে  হ‌বে  । (  শামী )  ।
(৯) তারপরে    বাম  কাঁ‌ধে   তিনবার  পানি ঢাল‌তে  হ‌বে ( শামী)   ।
অতঃপর ড‌লে  ড‌লে  সমস্ত শরী‌তে  পা‌নি  পৌছা‌তে  হ‌বে যা‌তে  শরী‌রের  কোন   লোমই শুকনা  না থাকে।   নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি  পৌঁছা‌তে   হবে    ।
১০ সব  শেষে  গোস‌লের  জায়গা  হ‌তে  একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা   ভালোভাবে ধুতে হবে। (  বুখারী  ,  মুসলীম ,  নাসায়ী,  শামী  )  ।
(১১) খেয়াল  রাখ‌তে  হ‌বে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।
(১২) এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে। রাসূল  (সাঃ )   এভা‌বে গোসল  শে‌ষ  কর‌তেন  এবং  গোসল  শে‌ষে  রুমাল  ব্যবহা‌রের  প‌রিব‌র্তে  শরীর  মোবারক  থে‌কে   পা‌নি  নিঃ‌শে‌ষে   ঝে‌ড়ে  নি‌তেন ।আবার  কখনও   রুমাল   দ্বারা   মু‌ছে   ‌নি‌তেন ।
আল্লাহ আমাদের সঠিকভাবে কুর’আন ও সহিহ সুন্নাহ মেনে চলার তাওফিক  দান   ক‌রেন  ।
তথ্যসুত্র
ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম ও দোয়া,ফরজ গোসলের নিয়ম ও নিয়ত,ফরজ গোসল,ফরজ গোসলের পদ্ধতি,ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসল করার সঠিক নিয়ম,ফরজ গোসলের নিয়ত,ফরজ গোসলের সঠিক নিয়ম,ফরজ গোসল করার নিয়ম,ফরজ গোসলের নিয়ম জানতে চাই,ফরজ গোসল ও কাপড় ধোয়ার নিয়ম,ফরজ গোসলের নিয়ম সমূহ,ফরজ গোসলের দোয়া,গোসলের ফরজ,গোসলের নিয়ম,ফরজ গোসলের সঠিক নিয়ম,ফরজ গোসলের নিয়্যাত,ফরজ গোসলের নিয়ম পদ্ধতি,ফরজ গোসলের,ফরজ গোসল ও কাপড় ধোয়ার নিয়ম প্রাকটিক্যালি দেখুন
ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসল,ফরজ গোসলের নিয়ম ও নিয়ত,ফরজ গোসলের পদ্ধতি,মেয়েদের ফরজ গোসলের নিয়ম,মহিলাদের গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম ও দোয়া,ফরজ গোসল করার সঠিক নিয়ম,ফরজ গোসলের সঠিক নিয়ম,ফরজ গোসল করার প্রাক্টিক্যাল নিয়ম মেয়েদের! মেয়েদের ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ত,ফরজ গোসল করার নিয়ম,ফরজ গোসলের নিয়্যাত,ফরজ গোসলের নিয়ম জানতে চাই,ফরজ গোসল ও কাপড় ধোয়ার নিয়ম,গোসলের নিয়ম,মহিলাদের ফরজ গোসলের নিয়ম,সুন্নত তরিকায় ফরজ গোসল নিয়ম
I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.
Back To Top