সমান ভেক্টর কি?
সমান ভেক্টর কি?
সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে।
সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে।
শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে নিহিত শক্তিকে যান্ত্রিক শক্তি বলে।
মেঘ কাকে বলে? ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। ভূ-পৃষ্ঠের সাগর, নদীনালা, খাল-বিল, পুকুর থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প তৈরী হয়। উত্তপ্ত জলীয় বাষ্প হাল্কা বলে উপরে ওঠে।ক্রমশ যত উপরে উঠে ততই শীতল হয় এবং একটি স্তরে গিয়ে জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার আকারে পরিণত হয়ে বায়ুতে উর্ধ্বাকাশে ভেসে বেড়ায়।…
বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কি? যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে।
রেডিও টেলিস্কোপ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তু থেকে নির্গত তাড়িত চৌম্বক তরঙ্গ বা রেডিও তরঙ্গ উদঘাটন ও পরিমাপ করে এসব বস্তু সম্পর্কে অনুসন্ধান চালানো হয় তাকে রেডিও টেলিস্কোপ বলে।
অণুবীক্ষণ যন্ত্র কী? যে যন্ত্রের সাহায্যে নিকটবর্তী ক্ষুদ্র বস্তুকে অনেক বড় করে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে।
বিনতি কি? কোনো স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্র আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ চৌম্বক মধ্যতলে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা অনুভূমিক তল থেকে যে কোণে নত অবস্থায় থাকে তাকে ঐ স্থানের বিনতি বলে।