ঘনত্ব কাকে বলে?
কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা কি সমান ভারী? আসলে আয়তন সমান হলেও যার ঘনত্ব বেশি সেটি ভারী আর যার ঘনত্ব কম সেটি হালকা।
কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনত্বকে ρ দ্বারা প্রকাশ করা হয়।
m ভরের কোনো বস্তুর আয়তন V হলে, ঘনত্ব ρ হবে,
ρ = m /V
এককঃ ঘনত্বের একক kgm-3।
সংক্ষেপেঃ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে।