Similar Posts
তরঙ্গমুখ কাকে বলে?
তরঙ্গমুখ কাকে বলে? কোনো তরঙ্গের ওপর অবস্থিত সমদশাসম্পন্ন কণাগুলোর গতি পথকে তরঙ্গমুখ বলে।
তড়িৎ তীব্রতা কাকে বলে?
তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।
অস্থায়ী চৌম্বক কী এবং ব্যবহার
অস্থায়ী চৌম্বক কী এবং ব্যবহার কিছু চৌম্বক পদার্থ আছে যাদেরকে চৌম্বক ক্ষেত্রে আনলে তা চুম্বকে পরিণত হয় আবার চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বক ধর্ম বিলুপ্ত হয় এই ধরনের চুম্বকই অস্থায়ী চুম্বক। যেমন- বৈদ্যুতিক কলিংবেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর এবং মোটরের আর্মেচারেও এদের ব্যবহার করা হয়।
অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কর।
অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কর। অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গে ১ যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকের সমান্তরাল হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমকোণী হয়, তাকে…
সরু প্রিজম কি?
সরু প্রিজম কি? যে প্রিজমের প্রিজম কোণ 6° অপেক্ষা কম তাকে সরু প্রিজম বলে। যে প্রিজমের প্রিজম কোণ 6° অপেক্ষা কম তাকে সরু প্রিজম বলে। প্রিজম কাকে বলে? উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে আলোকবিজ্ঞানে প্রিজম হলো একটি প্রিজম আকৃতির স্বচ্ছ বস্তু যার মধ্য দিয়ে সাদা আলোকরশ্মি যাবার সময় সাতটি রং এ বিভক্ত হয়ে যায়। ব্যবহার অনুযায়ী এর তলের সংখ্যা ভিন্ন ভিন্ন হয়।
ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে।