কিছু চৌম্বক পদার্থ আছে যাদেরকে চৌম্বক ক্ষেত্রে আনলে তা চুম্বকে পরিণত হয় আবার চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বক ধর্ম বিলুপ্ত হয় এই ধরনের চুম্বকই অস্থায়ী চুম্বক।
যেমন- বৈদ্যুতিক কলিংবেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর এবং মোটরের আর্মেচারেও এদের ব্যবহার করা হয়।