সরু প্রিজম কি?
যে প্রিজমের প্রিজম কোণ 6° অপেক্ষা কম তাকে সরু প্রিজম বলে।
যে প্রিজমের প্রিজম কোণ 6° অপেক্ষা কম তাকে সরু প্রিজম বলে। প্রিজম কাকে বলে? উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে আলোকবিজ্ঞানে প্রিজম হলো একটি প্রিজম আকৃতির স্বচ্ছ বস্তু যার মধ্য দিয়ে সাদা আলোকরশ্মি যাবার সময় সাতটি রং এ বিভক্ত হয়ে যায়। ব্যবহার অনুযায়ী এর তলের সংখ্যা ভিন্ন ভিন্ন হয়।