ব্যতিচার ঝালর কী?

ব্যতিচার ঝালর কী?

সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। ফলে কোনো তলে বা পর্দায় অনেকগুলো পরস্পর সমান্তরাল উজ্জল ও অন্ধকার রেখা পাওয়া যায়। এই উজ্জল ও অন্ধকার বা ডোরাগুলোকে আলোকের ব্যতিচার ঝালর বলে।