Similar Posts
তড়িৎ চুম্বক কাকে বলে?
তড়িৎ চুম্বক কাকে বলে? বৈদ্যুতিক প্রক্রিয়ায় চুম্বকীয়করণের সময় চুম্বক পদার্থটি যদি কাঁচা লোহা হয় তবে, যতক্ষণ তড়িৎ প্রবাহিত হয় ততক্ষণ চুম্বক থাকে, তড়িৎ বন্ধ হলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এ রকম চুম্বককে তড়িৎ চুম্বক বলে।
অভিকর্ষীয় বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে?
অভিকর্ষীয় বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুলতে বাইরের উৎসের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এ কাজ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। একে বস্তুর অভিকর্ষীয় বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে। এক্ষেত্রে ভূ-পৃষ্ঠকে প্রামাণ্য তল হিসেবে ধরা হয়।
বৃত্তাকার গতি কী?
বৃত্তাকার গতি কী? কোনো বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিকে বৃত্তাকার গতি বলে।
তবলায় আঘাত করলে জোরালো শব্দ সৃষ্টি হয়, আবার দেয়ালে আঘাত করলে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না কেন?
তবলায় আঘাত করলে জোরালো শব্দ সৃষ্টি হয়, আবার দেয়ালে আঘাত করলে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না কেন? তবলা কাঠের বা মাটির তৈরি একমুখ খোলা একটা ফাঁকা পাত্র। খোলামুখ ট্যানিং করা চামড়া দ্বারা বন্ধ থাকে। তাই তবলার চামড়া পর্দায় আঘাত করলে সুমধুর সুর উৎপন্ন হয়। কারণ তাতে কম্পাঙ্কের মানও বেশি থাকে। অপরদিকে দেয়ালে আঘাত করলে…
পিচ্ছিলকারী পদার্থের ব্যবহার করা হয় কেন?
পিচ্ছিলকারী পদার্থের ব্যবহার ব্যাখ্যা কর। তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারী পদার্থ বলে। দুটি তলের মধ্যবতী স্থানে যখন এ ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করা হয় তখন ঘর্ষণের পরিমাণ অনেকাংশে কমে যায়। কোনো ইঞ্জিনের গতিশীল যন্ত্রাংশের মধ্যবর্তী স্থানে তাই লুব্রিকেন্ট ব্যবহার করা হয়। এছাড়া বাড়িতে সেলাই মেশিনে, তলায় বা কব্জাতে আমরা তেল ব্যবহার…
ক্লসিয়াসের সূত্র
ক্লসিয়াসের সূত্র ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রদান করেন। সূত্রটি হলো- বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়।