Similar Posts
ভর জড়তার পরিমাপক কেন?
ভর জড়তার পরিমাপক কেন? ভিন্ন ভরের দুটি বস্তু নিয়ে বস্তুদ্বয়কে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইলে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টার দরকার হবে। একইভাবে বস্তুদ্বয় যদি গতিশীল থাকে তবে তাদেরকে থামানোর ক্ষেত্রে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টা করতে হবে। এজন্যই বলা হয় ভর হলো জড়তার পরিমাপক।
বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন?
বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কারণ গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থেমে যায়।
কাল দীর্ঘায়ন কাকে বলে?
কাল দীর্ঘায়ন কাকে বলে? পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল থাকার কারণে কাল বা সময় বিলম্বিত হওয়া বা ধীরে চলাকে ‘কাল দীর্ঘায়ন’ বলে।
তাপীয় সমতা কি?
তাপীয় সমতা কি? একাধিক বস্তু তাপীয়ভাবে সংযুক্ত থাকলে এবং এদের মধ্যে তাপের কোনো আদান-প্রদান না ঘটলে বস্তুগুলি তাপীয় সমতায় আছে ধরা হয়।
যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি
যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি (Principle of conservation of Machanical Energy) ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে তবে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে – একেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলে। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর স্থিতিশক্তি ও…
পীড়ন ব্যবহারে সতর্কতা
পীড়ন ব্যবহারে সতর্কতা রেলগাড়ি, বিমান, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের যন্ত্রাংশসমূহ দীর্ঘদিন ব্যবহারের ফলে এদের কর্মদক্ষতা হ্রাস পায়। দীর্ঘদিন পীড়ন প্রয়োগ ও প্রত্যাহারের কারণে এদের স্বাভাবিক কর্মদক্ষতা হারিয়ে ফেলে, ফলে পীড়ন প্রত্যাহারের পর এদের পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় না। তাই ক্রমান্বয়ে পীড়ন ব্যবহার না করে নির্দিষ্ট বিরতিতে পীড়ন ব্যবহার করা প্রয়োজন। যন্ত্রাংশের কর্মদক্ষতা দীর্ঘদিন…