মেরু কাকে বলে?
মেরু কাকে বলে?
গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরুবিন্দু বলা হয়।
গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরুবিন্দু বলা হয়।
কোনো লেন্সে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন 2 বলতে কি বুঝ? কোনো লেন্সে সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে ঐ লেন্সের বিবর্ধন বলে। কোনো লেন্সে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন 2 বলতে বোঝায় ঐ লেন্সের সামনে বস্তু রাখলে বস্তুর ২ গুণ বড় প্রতিবিম্ব পাওয়া যায়।
গতির উপর ঘর্ষণের প্রভাব আলোচনা কর। ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সৃষ্টি করলেও চলাচল ও যানবাহন চালনার জন্য ঘর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন, গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ আছে বলেই গাড়ি চালনা সম্ভব হয়েছে। বস্তুর গতির ওপর রাস্তার মসৃণতার প্রভাব অনেক বেশি। রাস্তা মসৃণ হলে রাস্তার যানবাহন চলাচল সহজতর হয় এবং ভ্রমণ…
আকৃতি গুণাঙ্ক কাকে বলে? দিক পরিবর্তী তড়িচ্চালক বলের জুল মূল গড় বর্গমান এবং গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে।
কার্নোর ইঞ্জিন কি? ফরাসী বিজ্ঞানী সডি কার্নো সকল প্রকার দোষ-ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন যার চারটি ধাপের মধ্যে দুটি প্রত্যাবর্তী সমোষ্ণ প্রক্রিয়া এবং দুটি প্রত্যাবর্তী রূদ্ধতাপীয় প্রক্রিয়া। একে কার্নোর ইঞ্জিন বলে।
আন্তর্জাতিক স্কেল কাকে বলে? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলে।
চৌম্বক ফ্লাক্স কি? কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ঐ তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। একে φ দ্বারা প্রকাশ করা হয়।