Similar Posts
ফ্লোরোসেন্স পদার্থ কী?
ফ্লোরোসেন্স পদার্থ কী? যে সকল পদার্থ (200 – 375)nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী শোষণ করে কিন্তু (375 – 780) nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী বিকিরণ করে, সে সকল পদার্থকে ফ্লোরোসেন্স পদার্থ বলে।
স্কেলার গুণফল বা ডট গুণফল কি?
স্কেলার গুণফল বা ডট গুণফল কি? দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয় এবং এ গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং তাদের অন্তর্ভূক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমান।
জেনার ডায়োড কি?
জেনার ডায়োড কী? জেনার ডায়োড হলো এমন একটি ডায়োড যার মধ্যে দিয়ে অধিক পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলেও নষ্ট হয় না। বিশেষ ধরনের ডায়োড বিপরীত ভোল্টেজ জেনার ভোল্টেজের চেয়ে বেশি হলে এটি পুড়ে বিনষ্ট হয় না।
স্বকীয় আবেশ কাকে বলে?
স্বকীয় আবেশ কাকে বলে? কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তনের ফলে তার নিজের ভিতরেই একটি তাড়িতচৌম্বকীয় আবেশ ঘটে। এ ধরনের তাড়িতচৌম্বকীয় আবেশকে স্বকীয় আবেশ বলে।
গড় ত্বরণ কি?
গড় ত্বরণ কি? যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে বস্তুটির গড় ত্বরণ বলে।
এক অ্যাম্পিয়ার কাকে বলে?
এক অ্যাম্পিয়ার কাকে বলে? পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদ দিয়ে অভিলম্বভাবে 1 সেকেণ্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে এক অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারকে A দ্বারা প্রকাশ করা হয়।