অ্যারেনকাইমা কি?
অ্যারেনকাইমা কী?
জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোষই হলো অ্যারেনকাইমা।
জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোষই হলো অ্যারেনকাইমা।
প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ কাকে বলে? এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি (nuclear membrane) দিয়ে নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে DNA, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়।
বায়োম কাকে বলে? পৃথিবীর কোনো বিশাল অঞ্চলে প্রায় একই বৈশিষ্ট্যসম্পন্ন জীব সম্প্রদায় একত্রে যে সুসংহত জীবন গড়ে তুলে তাকে বায়োম বলে। বায়োমে যারা বাস করে তারা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একে অন্যকে প্রভাবিত করে। পৃথিবীর সকল বায়োম বা সজীব বস্তু মিলে গড়ে উঠে জীবমন্ডল। জীবমন্ডল হলো এক বিশাল বাস্তুসংস্থান যেখানে জীবের সম্মিলিত অস্তিত্ব গড়ে তুলে এক…
জীব বৈচিত্র্য কি? সৃষ্টির অপার এক বিস্ময় এই জীবজগৎ। কত শত কোটি জীব (উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদি) এ বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীর বুকে বিরাজ করছে, তা এখনও নির্ধারণের অপেক্ষায়। অতিক্ষুদ্র, এককোষী বা অকোষীয় উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময় এক সমাহার এ জীবজগৎ। এদের সমষ্টি ও এদের দ্বারা সৃষ্ট বাস্তুতন্ত্রকে সাধারণ অর্থে জীববৈচিত্র্য বলে।
রেচন পদার্থ কাকে বলে? রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝানো হয়। মূত্র হলো দেহের প্রধান রেচন পদার্থ। এতে প্রায় ৯০ ভাগই পানি। এছাড়া এতে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ বিদ্যমান।
উচ্চ মানের আমিষ কাকে বলে? বিভিন্ন ধরনের প্রাণিজ আমিষ যেমন- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, যকৃত ইত্যাদি উচ্চমানের আমিষ জাতীয় খাদ্য। এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় সংখ্যক অ্যামাইনো এসিড পাওয়া যায় যার সবকয়টা উদ্ভিজ্জ আমিষে থাকে না। তাই প্রাণিজ আমিষের জৈবমূল্য অনেক বেশি। সে জন্য প্রাণিজ আমিষকে উচ্চ মানের আমিষ বলে।
বহিঃশ্বসন কাকে বলে? ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বেড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গতকরণের মাধ্যমে মানবদেহ প্রতিনিয়ত যে শ্বাসকার্য চলতে থাকে তাকেই বহিঃশ্বসন বলে। যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান-প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। বহিঃশ্বসন দুই পর্যায়ে সম্পন্ন হয়। যথা- ১। প্রশ্বাস বা শ্বাস গ্রহণ ও ২। নিঃশ্বাস। ১। প্রশ্বাস বা শ্বাস গ্রহণঃ প্রাণী প্রশ্বাস বা শ্বাস গ্রহণের মাধ্যমে পরিবেশ…