জীব বৈচিত্র্য কি?
সৃষ্টির অপার এক বিস্ময় এই জীবজগৎ। কত শত কোটি জীব (উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদি) এ বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীর বুকে বিরাজ করছে, তা এখনও নির্ধারণের অপেক্ষায়। অতিক্ষুদ্র, এককোষী বা অকোষীয় উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময় এক সমাহার এ জীবজগৎ। এদের সমষ্টি ও এদের দ্বারা সৃষ্ট বাস্তুতন্ত্রকে সাধারণ অর্থে জীববৈচিত্র্য বলে।