অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে?

অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে?

নিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষ উৎপন্ন হয়। কোনো কারণে এ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। একেই অস্বাভাবিক কোষ বিভাজন বলে। ক্যান্সার, টিউমার প্রভৃতি জটিল রোগ অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।