ডিপ্লয়েড কি?
ডিপ্লয়েড কি?
ডিপ্লয়েড হলো দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন। সাধারণত উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে।
ডিপ্লয়েড হলো দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন। সাধারণত উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে।
অনৈচ্ছিক পেশি কাকে বলে? যে পেশি প্রাণীর ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করা যায় তাকে অনৈচ্ছিক পেশি বলে।
খনিজ পুষ্টি কাকে বলে? উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি থেকে যে সকল পুষ্টি উপাদান সংগ্রহ করে থাকে, সেগুলোই হলো খনিজ পুষ্টি।
জীবনীশক্তি ও ATP-এর ভূমিকা জীবনীশক্তি বা জৈবশক্তি (bioenergy) বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনাে শক্তিকে বুঝাই না। পদার্থবিজ্ঞানে শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে, এটি আলাদা কিছু নয়, শুধু জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে একরূপ…
প্লুরা কি? ফুসফুসের চারদিকে অবস্থিত পাতলা, স্বচ্ছ, দ্বিস্তর বিশিষ্ট আবরণই হলো প্লুরা।
ম্যাক্রো প্রাণী বা বৃহত্তর প্রাণী কাকে বলে? যেসব প্রাণী আকৃতিতে বড়, খালি চোখেই দেখা যায় তাদের ম্যাক্রো প্রাণী বা বৃহত্তর প্রাণী বলে। উদাহরণ: Duttaphrynus melanostictus (কুনোব্যাঙ), Homo sapiens (মানুষ), Elephus maximus (হাতি) ইত্যাদি।
কৈশিক জালিকা কাকে বলে? পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্ত নালিকা দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে। এগুলো একস্তরী এবং একদিকে ক্ষুদ্রতম ধমনি ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা।