ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য কি?

ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–

  • ঐচ্ছিক পেশির পেশিগুলো প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়। কিন্তু অনৈচ্ছিক পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছানুযায়ী ঘটে না।
  • ঐচ্ছিক পেশির কোষগুলো নলাকার ও শাখাবিহীন। আর অনৈচ্ছিক পেশির কোষগুলো মাকু আকৃতির।
  • ঐচ্ছিক পেশির পেশিতে প্রতি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। অনৈচ্ছিক পেশির প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে।
  • ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো আড়াআড়ি ডোরাযুক্ত। অনৈচ্ছিক পেশির গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না।
  • ঐচ্ছিক পেশি বিভিন্ন অঙ্গের সঞ্চালন ও চলন নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে, অনৈচ্ছিক পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গাঙ্গির সঞ্চালনে অংশ নেয়। যেমন: অন্ত্রের ক্রমসংকোচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *