Similar Posts
পয়সনের অনুপাত কাকে বলে?
পয়সনের অনুপাত কাকে বলে? কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে অর্থাৎ তারের ব্যাস বা ব্যাসার্ধ কমে যায়। পয়সনের অনুপাত হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। বিজ্ঞানী পয়সন এ অনুপাত…
প্লাটিনাম রোধ থার্মোমিটার কাকে বলে?
প্লাটিনাম রোধ থার্মোমিটার কাকে বলে? তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পদার্থের বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। প্লাটিনামের এ ধর্মকে কাজে লাগিয়ে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করা হয়। ১৮৭১ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী সিমেন প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করেন।
অভিসারী লেন্স কাকে বলে?
অভিসারী লেন্স কাকে বলে? যে লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী আলোক রশ্মি করে থাকে তাকে অভিসারী লেন্স বলে।
তরঙ্গদৈর্ঘ্য বলতে কী বুঝায়?
তরঙ্গদৈর্ঘ্য বলতে কী বুঝায়? যখন দুটি বা তার বেশি তরঙ্গ একই সঙ্গে একই মাধ্যমের ভেতর দিয়ে এগোতে থাকে তখন এরা একটি অপরটির সাপেক্ষে স্বাধীনভাবে সঞ্চালিত হয়। মাধ্যমের যে অংশে তরঙ্গগুলো উপরিপাতিত হয়, সেই অংশে যেকোনো কণার লব্ধি সরণ প্রতিটি তরঙ্গ পৃথকভাবে ঐ কণার যে সরণ সৃষ্টি করে তাদের বীজগাণিতিক সমষ্টির সমান হয়। একে তরঙ্গের উপরিপাতন…
টর্ক কাকে বলে? টর্কের একক কী? টর্কের মাত্রা সমীকরণ | টর্কের তাৎপর্য
টর্ক কাকে বলে? কোন বস্তু কণার উপর প্রযুক্ত বল এবং ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্বের গুণফলকে ঐ অক্ষের সাপেক্ষে টর্ক বলে। τ = r× F τ হল টর্ক বা বলের ভ্রামক, r ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্ব বা ব্যাসার্ধ ভেক্টর, F বস্তুর উপর ক্রিয়ারত বল, P বস্তুর কৌণিক ভরবেগ; × দ্বারা ভেক্টর গুণন বা ক্রস…
কেন্দ্রবিমুখী বল কাকে বলে?
কেন্দ্রবিমুখী বল কাকে বলে? যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তবে যেকোনো মুহূর্তে বৃত্তের কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর যে বল অনুভূত হয় তাকে কেন্দ্রমুখী বল বলে। নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী এ বলের প্রতিক্রিয়াস্বরূপ যে বল বৃত্তের কেন্দ্রের উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে তাকে কেন্দ্রবিমুখী বল বলে।