Similar Posts
ব্যালান্সড ডায়েট কী?
ব্যালান্সড ডায়েট কী? যে খাদ্যে ৬টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়, তাকে ব্যালান্সড ডায়েট বলে।
ফিনোটাইপ কাকে বলে?
ফিনোটাইপ কাকে বলে? জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। যেমন – লম্বা, খাটো, হলুদ, সবুজ ইত্যাদি।
আত্তীকরণ কী?
আত্তীকরণ কী? শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতিই হলো আত্তীকরণ।
প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য ও উদাহরণ
প্রোটিস্টা (Protista) রাজ্যের বৈশিষ্ট্য এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের…
ব্লাড প্রেসার কাকে বলে?
ব্লাড প্রেসার কাকে বলে? রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি করে তাই ব্লাড প্রেসার। হৃদপিন্ডের সংকোচনের যে অবস্থায় রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে তাকে সিস্টোলিক চাপ বলে এবং প্রসারণ অবস্থায় রক্তচাপ সর্বনিম্ন থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্ফিগমোম্যানোমিটার এর সাহায্যে রক্তচাপ মাপা হয়।
লাইসোজোমের কাজ কি?
লাইসোজোমের কাজ কি? লাইসোজোম পর্দা দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক এনজাইম থাকে। এই অঙ্গাণুটি লাইসোজাইম নামক এনজাইম ক্ষরণ করে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোম আন্তঃকোষীয় পরিপাক সহায়তা করে। এছাড়াও এ অঙ্গাণুটি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যার কারণে কোষের অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলে হজম হয় না।