Similar Posts
জৈবমুদ্রা বলতে কী বোঝায়?
জৈবমুদ্রা বলতে কী বোঝায়? জীবের শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা ATP আকারে জমা থাকে। এটি থেকে একটি ফসফেট বা ফসফোরিক এসিড মুক্ত হলে শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। জৈবমুদ্রা বলতে এই ATP কেও বোঝানো হয়।
দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী কাকে বলে?
দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী কাকে বলে? যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে, ঐ প্রাণীটিকে মধ্যমাতল বরাবর ডান ও বাম সদৃশ অর্ধাংশ শুধুমাত্র একবারই সমদ্বিখণ্ডিত করা যায়, তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী বলে। যেমন – Tenualosa ilisha (ইলিশ), Columba livia (কবুতর), Fasciola hepatica (যকৃত কৃমি) ইত্যাদি।
রাফেজ কাকে বলে?
রাফেজ কাকে বলে? ফল, শাকসবজি, শস্যদানা ইত্যাদিতে উপস্থিত সেলুলোজ নির্মিত আঁশ বা তন্তুর ন্যায় অপাচ্য অংশই হলো রাফেজ। মূলত রাফেজ হলো কোষপ্রচীরের সেলুলোজ ও লিগনিন। রাফেজ পানি শোষণ করে অপাচ্য অংশের পরিমাণ বাড়িয়ে মলত্যাগ করতে সাহায্য করে। এছাড়াও রাফেজযুক্ত খাবার স্থূলতা, ক্ষুধা প্রবণতা ও চর্বি জমার প্রবণতা হ্রাস করে।
বোম্যান্স ক্যাপসুল কি?
বোম্যান্স ক্যাপসুল কি? বৃ্ক্কের গ্লোমেরুলাসকে বেস্টনকারী দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো অঙ্গটিই হলো বোম্যান্স ক্যাপসুল।
সরল টিস্যু কাকে বলে?
সরল টিস্যু কাকে বলে? যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং ক্লোরেনকাইমা।
ক্রোমোসোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?
ক্রোমোসোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন? জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন যা ক্রোমোসোমে অবস্থান করে। ক্রোমোসোমের কাজ হলো এই জিনকে ধারন করা এবং পিতা-মাতা হতে জিনকে সন্তানসন্ততিতে বহন করে নিয়ে জীবের বংশগতির ধারক ও বাহক বলা হয়।